AMD Radeon HD 7970- will it be the king of graphics?

এএমডি নতুন গ্রাফিক্স কার্ড এএমডি র‍্যাডিওন এইচডি ৭৯৭০ খুব শীঘ্রই বাজারে নিয়ে আসতে যাচ্ছে। এই মুহূর্তে এই কার্ডটিকে ঘিরে বেশ জল্পনা-কল্পনা চলছে প্রযুক্তি সাইট এবং ব্লগগুলোতে। টমস হার্ডওয়্যার এক সূত্র থেকে জানতে পেরেছে কার্ডটি বাজারে আসছে ৯ই জানুয়ারি, ২০১২তে। এই কার্ডটি এএমডি নতুন ২৮ এনএম "তাহিতি" প্ল্যাটফর্মের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে।

এই গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে দুইটি বায়োস। প্রথম বায়োসটি সম্পূর্ণ আনপ্রটেকটেড ফলে ব্যবহারকারীরা টুইক করা বায়োস ফাইল দিয়ে এই গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স বারিয়ে ফেলতে পারবে। দ্বিতীয় বায়োসটি রাখা হয়েছে ব্যাকাআপ হিসেবে যাতে টুইকের কারণে প্রথম বায়োসটির যদি কোন ক্ষতি হয় তাহলে ঠিক করতে পারেন।
কার্ডটিতে রয়েছে একটি ডিভিআই, একটি এইচডিএমআই এবং দুটি মিনি-ডিসপ্লে পোর্ট।

কার্ডটির স্পেসিফিকেশনঃ

৪.৫০ বিলিয়ন ট্র্যানজিসটর তৈরি হয়েছে টিএসএমসি ২৮ এনএম প্রসেসের উপর নির্ভর করে।
অ্যাডভান্সড জিসিএন ১ডি অবকাঠামো।
 ২০৪৮ ১ডি প্রসেস কোর
৩৮৪-বিট ওয়াইড জিডিআর৫ মেমরি ইন্টারফেস, ১গিগাহার্জ-এর একটু কম মেমরি ক্লক
৬পিন+৮পিন পাওয়ার কানেক্টর
পিসিআই এক্সপ্রেস জেন ৩.০
এএমডি এই কার্ডটির ওভারক্লক করবার সুবিধার কথা বেশ জোরেশোরে প্রচার করছে "১ গিগাহার্জ এবং তারচেয়ে বেশি" স্লোগানের মাধ্যমে। তবে রেফারেন্স ক্লক-স্পিড কত তা এখনো জানা সম্ভব হয় নি।




Comments

Popular posts from this blog

পড়াশোনা করতে চান এম.আই.টি. তে?

বাংলাদেশ এ তৈরি হচ্ছে প্রথম ডিজিটাল ম্যাপ!!!

আপনার কম্পিউটারটি কি সুস্থ আছে!!!