Posts

Showing posts from April, 2012

আপনার কম্পিউটারটি কি সুস্থ আছে!!!

Image
ভাবছেন কম্পিউটার আবার অসুস্থ হয় কিভাবে? সেতো একটা মেশিন। আপনার কম্পিউটারটি যখন কোন কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারছেনা সেই অবস্থাটাকে আমি অসুস্থ হবার সাথে তুলনা করছি। আমরা মানুষরা ধুলাবালিতে বসবাস করতে পারিনা কিংবা প্রচণ্ড ধুলাবালিতে আমাদের নানারকম অসুখ হয়।