Posts

Showing posts from February, 2012

বাংলাদেশ এ তৈরি হচ্ছে প্রথম ডিজিটাল ম্যাপ!!!

Image
জাপানি দাতা সংস্থা জাইকার সহায়তাই বাংলাদেশ জরিপ অধিতপ্তরের এই ম্যাপ এর মাধ্যমে যে কোন এলাকার বিষয়ে সর্বশেষ তথ্য ছাড়াও জিপিএস মোবাইল ব্যাবহারকারি যে কাউকে তাৎক্ষনিক ভাবে সনাক্ত করা সম্ভব হবে। এর ফলে এর ফলে সন্দেহভাজন অপরাধীদের খুব সহজেই সনাক্ত করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। এটি তৈরিতে ৪ বছর লাগবে।

পড়াশোনা করতে চান এম.আই.টি. তে?

Image
খবর টা জানার পর থেকে আর তর সইছিলনা আপনাদেরকে জানাতে। তাই টিউন করতে বসে পরলাম। কিন্তু যেই না টিউন করতে বসলাম ওমনি বিদ্যুৎ মামা আমার সাথে লুকোচুরি খেলা শুরু করল। তাই বিদ্যুৎ আসার পর এক মুহূর্তও দেরি করিনি।  প্রথম আলোতে গত বছর এম.আই.টি. সম্পর্কে পড়েছিলাম। তখন থেকেই ইচ্ছা মাস্টার্স করব ওখানে।